জ্ঞাতি [গ্যাঁ.তি]
সংস্কৃত
বিশেষ্য
১.
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
অপত্য
|
আত্মীয়
|
ব্যক্তিসত্তা
|
জীবসত্তা
|
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ :
জন্মসূত্রে
পূর্বপুরুষের সাথে সম্পর্কিত পুরুষ এবং যার পূর্ব-পুরুষের
সম্পত্তি, ঐতিহ্যে অধিকার আছে।
সমার্থক :
অংশক,
উত্তরাধিকারী,
জ্ঞাতি,
দায়াদ।
[সমার্থক শব্দ দেখুন :
অংশগ্রাহক]
ইংরেজি
:
successor, heir।
২.
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
আত্মীয়
|
ব্যক্তিসত্তা
|
জীবসত্তা
|
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ :
রক্তের সম্পর্ক আছে বা বৈবাহিক সূত্রে সম্পর্কিত
এমন পুরুষ সত্তা।
সমার্থক শব্দাবলি : আত্মীয়, জ্ঞাতি, স্বজন।
ইংরেজি : kinsman।