দায়াদ [দায়্.আদ্] [d̪a.ad̪]
সংস্কৃত दायाद (দায়াদ)>বাংলা  দায়াদ
দায় {
দা (দান করা) + অ (ঘঞ্), ভাববাচ্য।} +আ + দা (দান করা) + অ (ক), কর্তৃবাচ্য
দায় (পৈতৃকধন) দা (গ্রহণ) করে যে/উপপদ তৎপুরুষ সমাস।

বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| অপত্য | আত্মীয় | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : জন্মসূত্রে পূর্বপুরুষের সাথে সম্পর্কিত পুরুষ এবং যার পূর্ব-পুরুষের সম্পত্তি, ঐতিহ্যে অধিকার আছে।
সমার্থক :
 অংশক, উত্তরাধিকারী, জ্ঞাতি, দায়াদ।
 ইংরেজি : successor, heir


ঊর্ধক্রমবাচকতা {| অপত্য | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ :
জন্মসূত্রে পূর্বপুরুষের সাথে সম্পর্কিত পুরুষ এবং যার পূর্ব-পুরুষের সম্পত্তি, ঐতিহ্যে অধিকার আছে।
সমার্থক :
 অংশক, উত্তরাধিকারী, জ্ঞাতি, দায়াদ।
বিপরীতার্থক শব্দ :
দায়দা,  দায়াদী (স্ত্রীলিঙ্গ)
ইংরেজি : successor, heir

 


 

২. বিশেষ্য {| গ্রহণকারী | অর্জনকারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |
আইনগত সূত্রে অংশের (মালিকানা) অধিকারী, এই অর্থে- অংশক, অংশগ্রাহক, অংশগ্রাহী, অংশধর,  অংশবিবর্তী, অংশহারী, উত্তরাধিকার, উত্তরাধিকারী, জ্ঞাতি, দায়াদ, ভাগী, শরিক, হিস্যাদার ইংরেজি heir, inheritor, heritor