উত্তরাধিকার
বানান বিশ্লেষণ: উ+ত্+ত্+অ+র্+আ+ধ্+ই+ক্+আ+র্+অ
উচ্চারণ:
ut̪.t̪o.ra.d̪ʰi.kar (উৎ.তো.রা.ধি.কার্)
শব্দ-উৎস:
সংস্কৃত উত্তরাধিকার> বাংলা উত্তরাধিকার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
উত্তর + অধিকার [সন্ধিসূত্রে]
পদ: বিশেষ্য
অর্থ: পরবর্তী প্রজন্মের অধিকার। বংশানুক্রমে কোনো প্রজন্মের পরবর্তী প্রজন্মের অধিকার
উদাহরণ: এই বংশের উত্তরাধিকার বলতে এই সন্তানই আছে।

সূত্র: