উত্তর
বানান বিশ্লেষণ: উ+ত্+ত্+অ+র্+অ
উচ্চারণ: [উৎ.তোর্
[ut̪.t̪or]
শব্দ-উৎস: সংস্কৃত উত্তর> বাংলা উত্তর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ:

১. কোনো জিজ্ঞাসা সাপেক্ষে দ্বন্দ্ব থেকে ব্যাক্যের উপস্থাপনা দ্বারা উত্তীর্ণ হওয়া।
সমার্থক শব্দাবলি: জবাব, প্রতিবাক্য।
পরপদ: সন্ধিজাত
অকৃতোত্তর, অকৃতোত্তরা

২. ভূমণ্ডলের কোনো সুনির্দিষ্ট স্থান থেকে উত্তর মেরুর দিকের যে কোনো বিন্দুর অবস্থান-নির্দেশক মান।
সমার্থক শব্দাব্দলি: উত্তর, উত্তরদিক

পদ: বিশেষণ
অর্থ:

১.কোনো কিছুর চলমান দশা থেকে উত্তীর্ণ দশার কালজ্ঞাপক প্রকাশ, যা ওই দশাকে বিশেষিত করে।
সমার্থক শব্দাবলি: অনন্তর, পরবর্তী।
২. যাহা কোনো বিশেষ দশা থেকে উত্তীর্ণ হয়েছে।
সমার্থ শব্দাবলী: শ্রেষ্ঠ, উৎকৃর্ষ্ট
যুক্তশব্দ: অনুত্তর


সূত্র: