অকৃতোত্তরা
বানান বিশ্লেষণ: অ+ক্+ঋ+ত্+ও+ত্+ত্+ও+র্+আ
উচ্চারণ: [অ.কৃ.তোত্.তোর্
[ɔ.kri.t̪ot̪.t̪o.ra]
শব্দ-উৎস:
সংস্কৃত
অকৃতোত্তরা>
বাংলা
অকৃতোত্তরা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষণ
অর্থ:
যে কৃতোত্তর উত্তরের জবাব
দেওয়া হয় নি (স্ত্রীলিঙ্গার্থে)।
বিপরীতার্থক শব্দ:
সূত্র:
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম
খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।