অনুত্তর
বানান বিশ্লেষণ: অ+ন্+উ+ত্+ত্+অ+র্+অ
উচ্চারণ: [অ.নুৎ.তর্]
[ɔ.nut̪.t̪ɔr]
শব্দ-উৎস:
সংস্কৃত অনুত্তর>
বাংলা অনুত্তর
শব্দ বিবর্তন: সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ। (ইন্দ্রিয় দ্বারা বাহিত সঙ্কেত গ্রহণ অর্থে)
পুচ্ছই তু চাটিল অনুত্তর সামী।
চাটিল্লপা।
[চর্যাপদ ৫]।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষণ
অর্থ:
১. যা অন্য কিছু থেকে উত্তর (শ্রেষ্ঠ) নয়
সমার্থক শব্দাবলী: মূখ্য, সর্বশ্রেষ্ঠ।
২. যাহার উত্তর (জবাব) নাই, যাহা উত্তর দানে ইচ্ছা নাই, যাহার
২. উত্তর দেওয়া সম্ভব নয়।
সমার্থক শব্দাবলী: জবাবহীন, উত্তরহীন, নিরুত্তর।
পদ:
বিশেষ্য
অর্থ:
১. উত্তর দিকে বিপরীত।
সমার্থক শব্দাবলী: দক্ষিণ।
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম
খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।