অধিকার
বানান বিশ্লেষণ : অ+ধ্+ই+ক্+আ+র্+অ।
উচ্চারণ:
o.d̪ʰi.kar (ও.ধি.কার্)

শব্দ-উৎস: সংস্কৃত अदिकार িকার>বাংলা অধি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ি- কার {
কৃ (করা) + অ (অণ্), কর্তৃবাচ্য}
পদ :

১. বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {| সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ:

১. কোনকিছুর অর্জন করা বা অধিকারভুক্ত হওয়া।
সমার্থক শব্দাবলি: স্বত্ব, স্বামিত্ব, দাবি।
ইংরেজি:
possession। 

২. জ্ঞান অর্জন করা ব অধিকারভুক্ত হওয়া,
সমার্থক শব্দাবলি: অভিজ্ঞতা, জ্ঞান।
উদাহরণ: কোন শাস্ত্রে অধিকার)।

৩. কোনো বিষয়ের উপর অধিকার অর্জন আছে।
সমার্থক শব্দাবলি: আধিপত্য, কর্তৃত্ব
উদাহরণ: এই কাজের আমি অধিকার লাভ করেছি।

৪. কোন বিষয়ের নিজ আধিপত্য অর্জন করার গুণ লাভ।
সমার্থক শব্দাবলি: উপযুক্ততা, যোগ্যতা

উদাহরণ: এই কাজটি সুচারুরূপে করার অধিকার একমাত্র তারই আছে।