ধর
বানান বিশ্লেষণ : ধ্+অ+র্+অ
উচ্চারণ:
d̪ʰɔ.r
(ধ.র)
শব্দ-উৎস:
সংস্কৃত
ধর>
বাংলা
ধর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
ধৃ (ধারণ করা) +
অ
(অচ্),
কর্তৃবাচ্য
।
পদ:
বিশেষণ
অর্থ:
কোনো কিছু ধারণ করে যে। এই শব্দটি স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় না। কিন্তু অন্য শব্দের পরে বসে পূর্বপদকে
বিশেষিত করে এবং উভয় মিলে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে।
যেমন :
অংশধর
অংশুধর
,
বিপরীতার্থক শব্দ: ধরা (স্ত্রীলিঙ্গে)
ইংরেজি:
who holds something
যুক্তশব্দ:
বাংলা ক্রিয়ামূল: √
ধর (কোনো কিছু )।
কর গণের একটি
ক্রিয়ামূল ।
দেখুন: ধর্ (ধরা)
ক্রিয়ামূল জাত ক্রিয়াপদের তালিকা