ধর্
বাংলা সকর্মক ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল। 
উৎস: সংস্কৃতধৃ> প্রাকৃত √ধর্ বাংলা √ধর্
ভাবগত অর্থ: ধরা
গণ: ব্যঞ্জনান্ত, (কর্ -গণ্)
প্রয়োজক ধাতু: √ধর্ +আ=√ধরা।
সংযোজক ক্রিয়ামূল: মাছ√ধর্, লাঠি √ধর্ ইত্যাদি।

এই ধাতু থেকে উৎপন্ন বাংলা ক্রিয়াপদসমূহ।

চলিত রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ  ধরে  ধরেন  ধরেন  ধর  ধরিস  ধরি
ঘটমান  ধরছে  ধরছেন  ধরছেন  ধরছ  ধরছিস  ধরছি
পুরাঘটিত  ধরেছে  ধরেছেন  ধরেছেন  ধরেছ  ধরেছিস  ধরেছি
অনুজ্ঞা  ধরু ধ  ধরুন  ধরুন  ধরো  ধরিস  
অতীত সাধারণ  ধরল  ধরলেন  ধরলেন  ধরলে  ধরলি  ধরলাম
ঘটমান  ধরছিল  ধরছিলেন  ধরছিলেন  ধরছিলে  ধরছিলি  ধরছিলাম
পুরাঘটিত  ধরেছিল  ধরেছিলেন  ধরেছিলেন  ধরেছিলে  ধরেছিলি  ধরেছিলাম
নিত্যবৃত্ত  ধরত  ধরতেন  ধরতেন  ধরতে  ধরতিস  ধরতি
ভবিষ্যৎ সাধারণ  ধরবে  ধরবেন  ধরবেন  ধরবে  ধরবি  ধরতাম
ঘটমান  ধরতে থাকবে  ধরতে থাকবেন  ধরতে থাকবেন  ধরতে থাকবে  ধরতে থাকবি  ধরতে থাকব
পুরাঘটিত  ধরে থাকবে  ধরে থাকবেন  ধরে থাকবেন  ধরে থাকবে  ধরে থাকবি  ধরে থাকব
অনুজ্ঞা  ধরবে  ধরবেন  ধরবেন  ধরবে  ধরিস  
সাধু রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ ধরে  ধরেন  ধরেন  ধর  ধরিস  ধরি
ঘটমান  ধরিতেছে  ধরিতেছেন  ধরিতেছেন  ধরিতেছ  ধরিতেছিস  ধরিতেছি
পুরাঘটিত  ধরিয়াছে  ধরিয়াছেন  ধরিয়াছেন  ধরিয়াছ  ধরিয়াছিস  ধরিয়াছি
অনুজ্ঞা  ধরু ধ  ধরুন  ধরুন  ধর  ধর্  
অতীত সাধারণ  ধরিল  ধরিলেন  ধরিলেন  ধরিলে  ধরিলি  ধরিলাম
ঘটমান  ধরিতেছিল  ধরিতেছিলেন  ধরিতেছিলেন  ধরিতেছিলে  ধরিতেছিলি  ধরিতেছিলাম
পুরাঘটিত  ধরিয়াছিল  ধরিয়াছিলেন  ধরিয়াছিলেন  ধরিয়াছিলে  ধরিয়াছিলি  ধরিয়াছিলাম
নিত্যবৃত্ত  ধরিত  ধরিতেন  ধরিতেন  ধরিতে  ধরিতিস  ধরিতাম
ভবিষ্যৎ সাধারণ  ধরিবে  ধরিবেন  ধরিবেন  ধরিবে  ধরিবি  ধরিব
ঘটমান  ধরিতে থাকিবে  ধরিতে থাকিবেন  ধরিতে থাকিবেন  ধরিতে থাকিবে  ধরিতে থাকিবি  ধরিতে থাকিব
পুরাঘটিত ধরিয়া থাকিবে ধরিয়া থাকিবেন ধরিয়া থাকিবেন ধরিয়া থাকিবে ধরিয়া থাকিবি ধরিয়া থাকিব
অনুজ্ঞা ধরিবে ধরিবেন ধরিবেন ধরিও ধরিস  

 



অসমাপিকা ক্রিয়া: