হৃ
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো হরণ করাএই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়  তার তালিকা দেওয়া হলো।

হৃ (হরণ করা) +ক্বিপ্ (০)=হৃৎ

হৃ (হরণ করা) +অ (অচ্) =হর

হৃ (হরণ করা) +অ=হার

হৃ (হরণ করা) +অ (অণ্)=হ(কর্তৃবাচ্য)   

হৃ (হরণ করা) +অ (ঘঞ্)= হার (ভাববাচ্য)

হৃ (হরণ করা) +অন্ (ল্যুট)=হরণ  
হৃ (হরণ করা) +
ইন্ (ণিনি)=হারী    
হৃ (হরণ করা) +
অক (ণ্বুল) =হারক
হৃ (হরণ করা) +
ই (ইঞ্) =হারি     
হৃ (হরণ করা) +ই (ইন্) =হরি
হৃ (হরণ করা) +ইৎ (ইতি)=হরিৎ
হৃ (হরণ করা) +ইন্ (ইনচ্)=হরিণ
হৃ (হরণ করা) +ত (ক্ত) =হৃত
হৃ (হরণ করা) +তি (ক্তিন্) =হৃতি
হৃ (হরণ করা) +
য (ণ্যৎ)=হার্য্য
 

এই ধাতুর সাথে ব্যবহৃত প্রত্যয়গুলো হল-

এই ধাতু থেকে উৎপন্ন সাধিত নামধাতু হলো- আহর, বিহর} দেখুন : আহর

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো- হারি {হৃ (হরণ করা) + ণিচ্} দেখুন : হারি