ই (ইন)
সংস্কৃত কৃৎপ্রত্যয়।
এই
প্রত্যয়ের
ন ইৎ হয় এবং ই ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। এই কারণে এই গ্রন্থে এই
প্রত্যয়কে ই (ইন)
হিসাবে ব্যবহার করা হবে।
এই
প্রত্যয় ক্রিয়ামূলের শেষে 'ই' যুক্ত করে।
যেমন–
√কব্
(
স্তব করা, বর্ণনা কর)
+ই (ইন)=কবি
যে
সকল
ক্রিয়ামূলের সাথে এই
প্রত্যয় ব্যবহৃত হয়ে নতুন পদ তৈরি করে, তাদের ভিতর যে সকল পদ বাংলায় ব্যবহৃত হয়ে,
তাদের তালিকা নিচে দেওয়া।
√কব্>কবি
√ত্রুট্>ত্রুটি
√দ্যুৎ>দ্যুতি
Öপিণ্ড্>পিণ্ডি
√যজ্>যজি
√
লিপ্> লিপি
ই (ইন)
সংস্কৃত স্ত্রীবাচক প্রত্যয়।
শব্দের সাথে যুক্ত হয়, স্ত্রীবাচক শব্দ তৈরি করে। যেমন-
করোট {ক (মস্তক)-
√রুট্
(রক্ষা
করা) +অ
(অচ্),
কর্তৃবাচ্য}
+ই
(ইন্)= করোটি