কব্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো স্তব করা, বর্ণনা করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তার তালিকা দেওয়া হলো।
 

             কব্ (স্তব করা, বর্ণনা করা) +ই (ইন্)=কবি

             Öকব্ (স্তব করা, বর্ণনা করা) +য=কাব্য


কবলা [কব্.লা] [kɔb.la]
আরবি قبول   (কবুল=স্বীকার করা)>বাংলা  কবুল> কবলা
এর ভাবগত অর্থ হলো- স্বীকার করা এই ধাতু থেকে উত্পন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয় নিচে এই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কবলা কবলান কবলান কবলা কবলা, কবলাস কবলাই
ঘটমান কবলাচ্ছে কবলাচ্ছেন কবলাচ্ছেন কবলাচ্ছ কবলাচ্ছিস কবলাচ্ছি
পুরাঘটিত কবলেছে কবলেছেন কবলেছেন কবলেছ কবলেছিস কবলেছি
অনুজ্ঞা কবলাক কবলান কবলান কবলাও কবলা, কবলাস  
অতীত সাধারণ কবলাল কবলালেন কবলালেন কবলালে কবলালি কবলালাম
নিত্যবৃত্ত কবলাত কবলাতেন কবলাতেন কবলাতে কবলাতি, কবলাতিস কবলাতাম
ঘটমান কবলাচ্ছিল কবলাচ্ছিলেন কবলাচ্ছিলেন কবলাচ্ছিলে কবলাচ্ছিলি কবলাচ্ছিলাম
পুরাঘটিত কবলেছিল কবলেছিলেন কবলেছিলেন কবলেছিলে কবলেছিলি কবলেছিলাম
ভবিষ্যৎ সাধারণ কবলাবে কবলাবেন কবলাবেন কবলাবে কবলাবি কবলাব
ঘটমান কবলাতে থাকবে কবলাতে থাকবেন কবলাতে থাকবেন কবলাতে থাকবে কবলাতে থাকবি কবলাতে থাকব
পুরাঘটিত কবলে থাকবে কবলে থাকবেন কবলে থাকবেন কবলে থাকবে কবলে থাকবি কবলে থাকব
অনুজ্ঞা কবলাবে কবলাবেন কবলাবেন কবলায়ো কবলাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ কবলায় কবলান কবলান কবলাও কবলাস কবলাই
ঘটমান কবলাইতেছে কবলাইতেছেন কবলাইতেছেন কবলাইতেছ কবলাইতেছিস কবলাইতেছি
পুরাঘটিত কবলাইয়াছে কবলাইয়াছেন কবলাইয়াছেন কবলাইয়াছ কবলাইয়াছিস কবলাইয়াছি
অনুজ্ঞা কবলাউক কবলাউন কবলাউন কবলাইও কবলাইস  
অতীত সাধারণ কবলাইল কবলাইলেন কবলাইলেন কবলাইলে কবলাইলি কবলাইলাম
নিত্যবৃত্ত কবলাইত কবলাইতেন কবলাইতেন কবলাইতে কবলাইতিস কবলাইতাম
ঘটমান কবলাইতেছিল কবলাইতেছিলেন কবলাইতেছিলেন কবলাইতেছিলে কবলাইতেছিলি কবলাইতেছিলাম
পুরাঘটিত কবলাইয়াছিল কবলাইয়াছিলেন কবলাইয়াছিলেন কবলাইয়াছিলে কবলাইয়াছিলি কবলাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ কবলাইবে কবলাইবেন কবলাইবেন কবলাইবে কবলাইবি কবলাইব
ঘটমান কবলাইতে থাকিবে কবলাইতে থাকিবেন কবলাইতে থাকিবেন কবলাইতে থাকিবে কবলাইতে থাকিবি কবলাইতে থাকিব
পুরাঘটিত কবলাইয়া থাকিবে কবলাইয়া থাকিবেন কবলাইয়া থাকিবেন কবলাইয়া থাকিবে কবলাইয়া থাকিবি কবলাইয়া থাকিব
অনুজ্ঞা কবলাইবেন কবলাইবেন কবলাইবেন কবলাইয়ো কবলাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : কবলাইতে, কবলাইলে, কবলাইয়া।          চলিত রীতি :  কবলাতে, কবলালে, কবলে


কবলি [ক.বো.লি] [kɔ.bo.li]
সংস্কৃত कबल {কবল (ক-বল্ (বেষ্টন করা) +অ (অচ্)}>বাংলা কবল +ই=কবলি 
ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো- গ্রাস করা এই ধাতু থেকে উৎপন্ন বিশেষণ পদ বাংলাতে ব্যবহৃত হয়ে থাকে যেমন-

            বিশেষণ   কবলি (গ্রাস করা) +ত (ক্ত)=কবলিত