বল্
. সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- ধারণ করা, বেষ্টন করা এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলায় ব্যবহৃত হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো।

                                             বল্ (ধারণ করা) +অ (অচ্)=বল
                                           
 √বল্ (ধারণ করা) +অ (ণ) =বাল
                                            
বল্ (বেষ্টন করা) +অয়=বলয়
                                            
বল্ (বেষ্টন করা) +কীক=বল্মীক

 

 

. বাংলা সকর্মক ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল। 

উৎস: সংস্কৃত বদ ক্রিয়া পদ থেকে উৎপন্ন হয়েছে।
          সংস্কৃত
बद (বলা)>প্রাকৃত বোল্ল>বাংলা বাংলা বদ্  
ভাবগত অর্থ: কথা বলা
গণ:  ব্যঞ্জনান্ত ক্রিয়ামূল (কর্ গণ)
প্রয়োজক ধাতু: Öবল্ +আ=বলা

এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া বাংলাতে ব্যবহৃত হয়
যেমন-
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ বলে বলেন বলেন বল বলি বলি
ঘটমান বলছে বলছেন বলছেন বলছ বলছিস বলছি
পুরাঘটিত বলেছে বলেছেন বলেছেন বলেছ বলেছিস বলেছি
অনুজ্ঞা বলু বলুন বলুন বল বল  
অতীত সাধারণ বলল বললেন বললেন বললে বললি বললাম
নিত্যবৃত্ত বলত বলতেন বলতেন বলতে বলতি বলতাম
ঘটমান বলছিল বলছিলেন বলছিলেন বলছিলে বলছিলি বলছিলাম
পুরাঘটিত বলেছিল বলেছিলেন বলেছিলেন বলেছিলে বলেছিলি বলেছিলাম
ভবিষ্যৎ সাধারণ বলবে বলবেন বলবেন বলবে বলবি বলব
ঘটমান বলতে থাকবে বলতে থাকবেন বলতে থাকবেন বলতে থাকবে বলতে থাকবি বলতে থাকব
পুরাঘটিত বলে থাকবে বলে থাকবেন বলে থাকবেন বলে থাকবে বলে থাকবি বলে থাকব
অনুজ্ঞা বলবে বলবেন বলবেন করো লিস  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ বলে বলেন বলেন বল বলিস বলি
ঘটমান বলিতেছে বলিতেছেন বলিতেছেন বলিতেছ বলিতেছিস বলিতেছি
পুরাঘটিত বলিয়াছে বলিয়াছেন বলিয়াছেন বলিয়াছ বলিয়াছিস বলিয়াছি
অনুজ্ঞা বলুক বলুন বলুন বল বল  
অতীত সাধারণ বলিল বলিলেন বলিলেন বলিলে বলিলি বলিলাম
নিত্যবৃত্ত বলিত বলিতেন বলিতেন বলিতে বলিতিস বলিতাম
ঘটমান বলিতেছিল বলিতেছিলেন বলিতেছিলেন বলিতেছিলে বলিতেছিলি বলিতেছিলাম
পুরাঘটিত বলিয়াছিল বলিয়াছিলেন বলিয়াছিলেন বলিয়াছিলে বলিয়াছিলি বলিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ বলিবে বলিবেন বলিবেন বলিবে বলিবি বলিব
ঘটমান বলিতে থাকিবে বলিতে থাকিবেন বলিতে থাকিবেন বলিতে থাকিবে বলিতে থাকিবি বলিতে থাকিব
পুরাঘটিত বলিয়া থাকিবে বলিয়া থাকিবেন বলিয়া থাকিবেন বলিয়া থাকিবে বলিয়া থাকিবি বলিয়া থাকিব
অনুজ্ঞা লিবে বলিবেন বলিবেন বলিয়ো বলি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : বলিতে, বলিলে, বলিয়া।          চলিত রীতি :  বলতে, বললে, বলে