বল্
১.
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো-
ধারণ করা,
বেষ্টন করা
।
এই
ক্রিয়ামূলের সাথে যে সকল
প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার
ভিতরে যে সকল শব্দ বাংলায়
ব্যবহৃত হয়, তার
তালিকা নিচে তুলে ধরা হলো।
√বল্
(ধারণ করা) +অ
(অচ্)=বল।
√বল্
(ধারণ করা) +অ
(ণ)
=বাল
√বল্
(বেষ্টন করা) +অয়=বলয়।
√বল্
(বেষ্টন করা) +কীক=বল্মীক।
২. বাংলা সকর্মক ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
উৎস: সংস্কৃত বদ ক্রিয়া পদ থেকে
উৎপন্ন হয়েছে।
সংস্কৃত
बद
(বলা)>প্রাকৃত
√বোল্ল>বাংলা
√বাংলা
√বদ্
ভাবগত অর্থ:
কথা বলা।
গণ: ব্যঞ্জনান্ত
ক্রিয়ামূল (কর্
গণ)।
প্রয়োজক ধাতু: Öবল্
+আ=বলা।
এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া বাংলাতে ব্যবহৃত হয়।
যেমন-
| চলিত রূপ | |||||||
| কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
|
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
| বর্তমান | সাধারণ | বলে | বলেন | বলেন | বল | বলিস | বলি |
| ঘটমান | বলছে | বলছেন | বলছেন | বলছ | বলছিস | বলছি | |
| পুরাঘটিত | বলেছে | বলেছেন | বলেছেন | বলেছ | বলেছিস | বলেছি | |
| অনুজ্ঞা | বলুক | বলুন | বলুন | বল | বল | ||
| অতীত | সাধারণ | বলল | বললেন | বললেন | বললে | বললি | বললাম |
| নিত্যবৃত্ত | বলত | বলতেন | বলতেন | বলতে | বলতি | বলতাম | |
| ঘটমান | বলছিল | বলছিলেন | বলছিলেন | বলছিলে | বলছিলি | বলছিলাম | |
| পুরাঘটিত | বলেছিল | বলেছিলেন | বলেছিলেন | বলেছিলে | বলেছিলি | বলেছিলাম | |
| ভবিষ্যৎ | সাধারণ | বলবে | বলবেন | বলবেন | বলবে | বলবি | বলব |
| ঘটমান | বলতে থাকবে | বলতে থাকবেন | বলতে থাকবেন | বলতে থাকবে | বলতে থাকবি | বলতে থাকব | |
| পুরাঘটিত | বলে থাকবে | বলে থাকবেন | বলে থাকবেন | বলে থাকবে | বলে থাকবি | বলে থাকব | |
| অনুজ্ঞা | বলবে | বলবেন | বলবেন | করো | বলিস | ||
| সাধু রূপ | |||||||
| কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
|
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
| বর্তমান | সাধারণ | বলে | বলেন | বলেন | বল | বলিস | বলি |
| ঘটমান | বলিতেছে | বলিতেছেন | বলিতেছেন | বলিতেছ | বলিতেছিস | বলিতেছি | |
| পুরাঘটিত | বলিয়াছে | বলিয়াছেন | বলিয়াছেন | বলিয়াছ | বলিয়াছিস | বলিয়াছি | |
| অনুজ্ঞা | বলুক | বলুন | বলুন | বল | বল্ | ||
| অতীত | সাধারণ | বলিল | বলিলেন | বলিলেন | বলিলে | বলিলি | বলিলাম |
| নিত্যবৃত্ত | বলিত | বলিতেন | বলিতেন | বলিতে | বলিতিস | বলিতাম | |
| ঘটমান | বলিতেছিল | বলিতেছিলেন | বলিতেছিলেন | বলিতেছিলে | বলিতেছিলি | বলিতেছিলাম | |
| পুরাঘটিত | বলিয়াছিল | বলিয়াছিলেন | বলিয়াছিলেন | বলিয়াছিলে | বলিয়াছিলি | বলিয়াছিলাম | |
| ভবিষ্যৎ | সাধারণ | বলিবে | বলিবেন | বলিবেন | বলিবে | বলিবি | বলিব |
| ঘটমান | বলিতে থাকিবে | বলিতে থাকিবেন | বলিতে থাকিবেন | বলিতে থাকিবে | বলিতে থাকিবি | বলিতে থাকিব | |
| পুরাঘটিত | বলিয়া থাকিবে | বলিয়া থাকিবেন | বলিয়া থাকিবেন | বলিয়া থাকিবে | বলিয়া থাকিবি | বলিয়া থাকিব | |
| অনুজ্ঞা | বলিবে | বলিবেন | বলিবেন | বলিয়ো | বলিস | ||
|
অসমাপিকা ক্রিয়া : সাধু রীতি : বলিতে, বলিলে, বলিয়া। চলিত রীতি : বলতে, বললে, বলে |
|||||||