অংশগ্রহণকারিণী
 
    
বানান বিশ্লেষণ : অংশগ্রহণ  
{অ+ং+শ্+অ+গ্+র্+অ+হ্+অ+ণ্+অ} +কারিণী {ক্+আ+র্+ই+ণ্+ঈ}।
উচ্চারণ: 
		ɔŋ.ʃo.gro.ɦon.ka.ri.ni 
		(অঙ্.শো্.গ্রো.হোন্.কা.রি.নি)
 
শব্দ-উৎস:   
সংস্কৃত
  অংশগ্রহণকারিণী>
  বাংলা অংশগ্রহণকারিণী 
 
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  
 
 পদ:  
বিশেষণ
 
অর্থ: কোনো কর্মকাণ্ডে অংশ 
    নেয় এমন  নারী  
বিপরীতার্থক শব্দ:
অংশগ্রহণকারী (পুংলিঙ্গে)।
ইংরেজি:   who (fem.) takes participation