কারিণী
বানান বিশ্লেষণ:ক্+আ+র্+ই+ণ্+ঈ।
উচ্চারণ: উচ্চারণ:
ka.ri.ni (কা.রি.নি)
শব্দ-উৎস: সংস্কৃত কারিণী> বাংলা কারিণী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কৃ (করা) + ইন্ (ণিনি)=কারিন> ঈ (ঙীপ্)কারিণী (স্ত্রীলিঙ্গে), কর্তৃবাচ্য,
পদ: বিশেষণ
অর্থ: কোনো কর্মকাণ্ড করে নেয় এমন নারী। এই শব্দটি স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় না। কিন্তু অন্য শব্দের পরে বসে পূর্বপদ-কে বিশেষিত করে এবং উভয় মিলে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে। যেমন― অংশগ্রহণকারিণী
বিপরীতার্থক শব্দ: কারী(পুংলিঙ্গে)।
ইংরেজি:
who (fem.) does somthing

পরপদ হিসেবে 'কারী' শব্দ যুক্ত হয়ে থাকে, এমন শব্দসমূহ: