কারী
বানান বিশ্লেষণ : ক্+আ+র্+ই।
উচ্চারণ:
ka.ri
(কা.রি)
শব্দ-উৎস:
সংস্কৃত কারী>
বাংলা কারী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
কৃ (করা)
+
ইন্ (ণিনি)=কারিন>
কর্তৃবাচ্য, কারী
পদ:
বিশেষণ (অনুসর্গবাচক)
অর্থ: কোনো কর্মকাণ্ড করে এমন পুরুষ। এই শব্দটি স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় না। কিন্তু অন্য শব্দের
পরে বসে পূর্বপদকে
বিশেষিত করে এবং উভয় মিলে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে। যেমন―
অংশগ্রহণকারী,
অকৃতকারী।
বিপরীতার্থক শব্দ:
কারিণী (স্ত্রীলিঙ্গে)।
ইংরেজি:
who does something (male)
পরপদ হিসেবে 'কারী'
শব্দ যুক্ত হয়ে থাকে, এমন শব্দসমূহ: