অকৃতকারী
বানান বিশ্লেষণ: অ+ক্+ঋ+ত্+অ+ক্+আ+র্+ঈ
উচ্চারণ:
ɔ.kri.t̪o.ka.ri (অ.কৃ.তো.কা.রি)
শব্দ-উৎস: সংস্কৃত অকৃতকারী> বাংলা অকৃতকারী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ: যে কোনো কাজ সম্পাদন করতে পারে নি বা কোনো কাজ সম্পন্ন করতে পারে না।
বিপরীতার্থক শব্দ: অকৃতকারিণী (স্ত্রীলিঙ্গার্থে)