দলগত কার্যক্রম
একদল মানুষ দ্বারা গৃহীত কার্যক্রম।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ দলগত কার্যক্রম |
মনুষ্য কার্যকলাপ
|
বিশেষ ঘটনা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
group action
ব্যাখ্যা:
মানুষ কোনো কার্যকলাপের অংশ নিতে পারে এককভাবে বা দলগতভাবে। আবার দলগতভাবে
পরিচালিত কার্যক্রম হতে পারে নানা ধরনের। যেমন-
- সামাজিক নিয়ন্ত্রণ (social
control):
প্রত্যক্ষ
বা পরোক্ষভাবে
দলগত
কার্যক্রম দ্বারা
সমাজের উপর
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা তার উদ্যোগ নেওয়া।