সামাজিক নিয়ন্ত্রণ
্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলগত কার্যক্রম দ্বারা সমাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা তার উদ্যোগ নেওয়া
ঊর্ধ্বক্রমবাচকতা { সামাজিক নিয়ন্ত্রণ | দলগত কার্যক্রম | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
social control
ব্যাখ্যা: সামাজিক নিয়ন্ত্রণ হতে পারে নানা ধরনের। এই নিয়ন্ত্রণ হতে পারে পরিবার কেন্দ্রিক। তবে তা হবে সমাজের সাথে সমন্বয় করে। যেমন বিধবা বোনের বিয়ের দায়িত্ব যদি ভাইকে নিতে হয়, তাহলে সে সামাজিক নিয়মের সাথে সমন্বয় করে সম্পন্ন হবে। এ ক্ষেত্রে ভাইয়ের অধিকার সামাজিক নিয়ন্ত্রণের ভিতরে পড়বে।