করা
সংস্কৃত কর্>প্রাকৃত কর্>বাংলা কর্ +আ=করা।
১. ক্রিয়ামূল (প্রযোজক) এর ভাবগত অর্থ হলো-করানো

 

এই ক্রিয়ামূলটি আঁকা-আদি গণ-এর একটি ক্রিয়ামূল। এই ক্রিয়ামূল-এর থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয় নিচে এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদগুলোর তালিকা দেওয়া হলো।  

 

২. বর্তমান কালের সাধারণ এবং অনুজ্ঞায়- তুচ্ছার্থে এর দুটি করে ধাতু রূপ পাওয়া যায়। যেমন
           সাধারণ বর্তমান/অনুজ্ঞা তুচ্ছ : এই কাজটি তুই করা/করাস, আমি আমি অন্য কাজ করি।
     মূলত কর্তার প্রকাশভঙ্গিমার উপর বিষয়টি নির্ভর করে।
 

চলিত রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

করা

করান

করান

করা

করা, করাস

করাই

ঘটমান

করাচ্ছে

করাচ্ছেন

করাচ্ছেন

করাচ্ছ

করাচ্ছিস

করাচ্ছি

পুরাঘটিত

করিয়েছে

করিয়েছেন

করিয়েছেন

করিয়েছ

করিয়েছিস

করিয়েছি

অনুজ্ঞা

করাক

করান

করান

করাও

করা, করাস

 

অতীত

সাধারণ

করাল

করালেন

করালেন

করালে

করালি

করালাম

নিত্যবৃত্ত

করাত

করাতেন

করাতেন

করাতে

করাতি

করাতাম

ঘটমান

করাচ্ছিল

করাচ্ছিলেন

করাচ্ছিলেন

করাচ্ছিলে

করাচ্ছিলি

করাচ্ছিলাম

পুরাঘটিত

করিয়েছিল

করিয়েছিলেন

করিয়েছিলেন

করিয়েছিলে

করিয়েছিলি

করিয়েছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

করাবে

করাবেন

করাবেন

করাবে

করাবি

করাব

ঘটমান

করাতে থাকবে

করাতে থাকবেন

করাতে থাকবেন

করাতে থাকবে

করাতে থাকবি

করাতে থাকব

পুরাঘটিত

করিয়ে থাকবে

করিয়ে থাকবেন

করিয়ে থাকবেন

করিয়ে থাকবে

করিয়ে থাকবি

করিয়ে থাকব

অনুজ্ঞা

করাবে

করাবেন

করাবেন

করায়ো

করাবি

 

সাধু রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

করায়

করান

করান

করাও

করাস

করাই

ঘটমান

করাইতেছে

করাইতেছেন

করাইতেছেন

করাইতেছ

করাইতেছিস

করাইতেছি

পুরাঘটিত

করাইয়াছে

করাইয়াছেন

করাইয়াছেন

করাইয়াছ

করাইয়াছিস

করাইয়াছি

অনুজ্ঞা

করাউক

করাউন

করাউন

করাইও

করাইস

 

অতীত

সাধারণ

করাইল

করাইলেন

করাইলেন

করাইলে

করাইলি

করাইলাম

নিত্যবৃত্ত

করাইত

করাইতেন

করাইতেন

করাইতে

করাইতিস

করাইতাম

ঘটমান

করাইতেছিল

করাইতেছিলেন

করাইতেছিলেন

করাইতেছিলে

করাইতেছিলি

করাইতেছিলাম

পুরাঘটিত

করাইয়াছিল

করাইয়াছিলেন

করাইয়াছিলেন

করাইয়াছিলে

করাইয়াছিলি

করাইয়াছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

করাইবে

করাইবেন

করাইবেন

করাইবে

করাইবি

করাইব

ঘটমান

করাইতে থাকিবে

করাইতে থাকিবেন

করাইতে থাকিবেন

করাইতে থাকিবে

করাইতে থাকিবি

করাইতে থাকিব

পুরাঘটিত

করাইয়া থাকিবে

করাইয়া থাকিবেন

করাইয়া থাকিবেন

করাইয়া থাকিবে

করাইয়া থাকিবি

করাইয়া থাকিব

অনুজ্ঞা

রাইবেন

করাইবেন

করাইবেন

করাইয়ো

করাইবি

 

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : করাইতে, করাইলে, করাইয়া।          চলিত রীতি :  করাতে, করালে, করিয়ে


সংযোজক মূলক ধাতু গঠনে করা ব্যাপক ভাবে ব্যবহৃত হয়, যেমন- অংশগ্রহণ করা, ভাল করা, মন্দ করা