দেহাংশ
জীবদেহের যে কোনো অংশ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ দেহাংশ
|
খণ্ডাংশ |
স্বতন্ত্র সত্তা |
দৈহিক সত্তা |
সত্তা|}
ইংরেজি:
body part
ব্যাখ্যা:
কিছু সুনির্দিষ্ট কার্যক্রমের
বিচারে জীব-দেহাংশের কিছু কিছু অংশ পৃথকভাবে চিহ্নিত করা হয়। এর ভিতরে রয়েছে দেহের
অভ্যন্তরীণ এবং বহির্ভাগের অংশ। গাঠনিক এবং কার্যক্রমের বিচারে দেহাংশকে নানাভাগে
ভাগ করা হয়। এই ভাগগুলোকে বলা হয় অঙ্গ।
(organ):
একটি প্রাণির সম্পূর্ণ গাঠনিক এবং কর্মকাণ্ডভিত্তিক একক অংশ, যা কিছু সুনির্দিষ্ট কাজের জন্য বিশেষভাবে কাজ করে।
কলা
(tissue):
একই প্রকার অথবা একাধিক ধরণের কিছু কোষ সমষ্টি, যা একই স্থানে অবস্থান করে এবং
একটি সাধারণ কাজে করে থাকে।
বহিঃস্থ দেহাংশ
(external body part)
বর্ধিতাকারে অতিরিক্ত দৃশ্যমান দেহাংশ।
শারীরিক গঠন
(structure, anatomical structure, complex body part,
bodily structure, body structure
):
জীবদেহের যে কোনো অংশের গাঠনিক অংশ