দেহাংশ
জীবদেহের যে কোনো অংশ।
ঊর্ধ্বক্রমবাচকতা { দেহাংশ  | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
ইংরেজি:
body part
ব্যাখ্যা: কিছু সুনির্দিষ্ট কার্যক্রমের বিচারে জীব-দেহাংশের কিছু কিছু অংশ পৃথকভাবে চিহ্নিত করা হয়। এর ভিতরে রয়েছে দেহের অভ্যন্তরীণ ‌এবং বহির্ভাগের অংশ। গাঠনিক এবং কার্যক্রমের বিচারে দেহাংশকে নানাভাগে ভাগ করা হয়। এই ভাগগুলোকে বলা হয় অঙ্গ।