খণ্ডাংশ
প্রাকৃতিক কোনো লক্ষ্যবস্তুর পৃথক কোনো অংশ।
ঊর্ধ্বক্রমবাচকতা {। খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
ইংরেজি:
part, piece
ব্যাখ্যা: প্রতিটি বস্তুসত্তা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে তৈরি। এর কোনো কোনো অংশ স্বতন্ত্র সত্তা হিসেবে স্বীকৃতি লাভ করে। যেমন- শরীরের হাত, পা মাথা ইত্যাদি শরীরের অংশ, কিন্তু এদের স্বতন্ত্র পরিচয় আছে। খণ্ডাংশকে এমনি সাধারণভাবে পৃথক অংশ হিসেবে বিবেচনা করা হয়। সত্তার প্রকৃতি অনুসারে খণ্ডাংশ নানা ধরনের হতে পারে। যেমন-