কলা
একই প্রকার অথবা একাধিক ধরণের কিছু কোষ সমষ্টি, যা একই স্থানে অবস্থান করে এবং একটি সাধারণ কাজে করে থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা { কলা | দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: tissue

ব্যাখ্যা: উদ্ভিদ ও প্রাণীদেহের বিচারে কলাকে দুই ভাবে ভাগ করা হয়ে থাকে।