অংশাঙ্কন
বানান বিশ্লেষণ :
অ+ং+শ্+আ+ঙ্+ক্+অ+ন্+অ।
উচ্চারণ:
ɔŋ.ʃaŋ.kon
(অঙ্.শাঙ্.কোন্)
শব্দ-উৎস:
সংস্কৃত
অংশাঙ্কনম্>বাংলা
অংশাঙ্কন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ {√অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য} + অঙ্কন {√অঙ্ক্ (আঁকা, চিহ্নিত করা) +অন্ (ল্যুট), ভাববাচ্য}
অংশ +অঙ্কন [সংস্কৃত স্বরসন্ধি]।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { রেখাঙ্ক | দাগাঙ্ক |
যোগাযোগ |
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ:
পরিমাপের জন্য যন্ত্রপাতিতে অঙ্কিত চিহ্ন,
পরিমাপের
জন্য মাপপাত্র বা মাপদণ্ডের গায়ে অঙ্কিত রেখা।
ইংরেজি:
graduation।