দেবাংশ
দেবতার অংশ রূপে যা বিরাজ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা { দেবাংশ |  হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

ইংরেজি:
part of god
ব্যাখ্যা: সনাতন হিন্দু ধরমের পৌরাণিক কাহিনিতে দেখা যায়,  দেবতারা মানুষ বা অন্য প্রাণীরূপে মরত্লোকে জন্মগ্রহণ করেছেন। দেবতার অংশ হিসেবে এদের চিহ্নিত করা হয়েছে দেবাংশ। প্রকৃতি বিচার  করে দেবাংশকে তিনটি ভাগে ভাগ করা যায়। ভাগগুলো হলো-