দক্ষ
বানান বিশ্লেষণ: দ্+অ+ক্+ষ্+অ
উচ্চারণ :
d̪ok.kʰo [দোক্.খো)]
শব্দ-উৎস: সংস্কৃত দক্ষঃ> বাংলা দক্ষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দক্ষ্ (শীঘ্রকরণ অ (অচ্), কর্তৃবাচ্য
পদ:
১. বিশেষণ
অর্থ: যে কোনো বিষয় যে সত্বর সুচারুরূপে সম্পন্ন করতে পারঙ্গম। সমার্থক শব্দাবলি: কুশল, চতুর, পটু।

২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ:

১. ঋগ্বেদ -এর মতে আদিত্যদের একজন। [বিস্তারিত: দক্ষ (পৌরাণিক হিন্দু)
২.হিন্দু পৌরাণিক কাহিনি মতে – প্রজাপতি বিশেষ। [বিস্তারিত: দক্ষ (পৌরাণিক হিন্দু)

সূত্র: