একপার্শ্ব [এ.কো.পার্‌শ্.শো] [e.ko.parʃ.ʃo]
সংস্কৃত একপার্শ্ব>বাংলা একপার্শ্ব
এক যে পার্শ্ব/কর্মধারয় সমাস  ক্লীবলিঙ্গ।
১.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
   ১.১.
কোন বৃহৎ অবস্থানের অংশ অংশ, অঞ্চলাংশ যেমন প্রতিবছর বন্যায় দেশের একপার্শ্ব প্লাবিত হয়) ইংরেজি : region
   ১.২. নির্দিষ্ট ধারণাবাচক অংশ হিসাবে :
অংশ
, একাংশ, একপার্শ্ব (মাঠের একাংশে রৌদ্র, অপর অংশে ছায়া ছিল) ইংরেজি : region, part

২.
 
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| স্বতন্ত্র অংশ | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
শরীরের অংশ হিসাবে- পক্ষাঘাতে তার শরীরের একপার্শ্ব অচল হয়ে গিয়েছে
ইংরেজি :
part