এক [এ্যা.কা] [Q.ka]

একাই [এ্যা.কাই] [Q.kai]

একাএকা [এ্যা.কা.এ্যা.কা] [Q.ka.Q.ka]

একাএকী [এ্যা.কা.এ.কি] [Q.ka.e.ki]


একাংশ [এ.কাঙ্‌.শো] [e.kaŋ.ʃo]
সংস্কৃত
  कांश (একাংশ)>বাংলা একাংশ
এক যে অংশ/সাধারণ কর্মধারয় সমাস
এক +অংশ
[সংস্কৃত স্বরসন্ধি]
১.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ : অংশের একটি প্রকার (সুনির্দিষ্ট অংশ), যা অংশের একটি অংশ হিসাবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি :
অংশ,
অংশাংশ. একাংশ, খণ্ডিতাংশ, ভাগের ভাগ। অংস, অল্প একটু, একাংশ, কলা, খণ্ড, খণ্ডিতাংশ, টুকরা, টুকরো, ভাগ
উদাহরণ : বাড়ির অংশবিশেষ বিক্রয় হয়েছে।
ইংরেজি : 
fraction of fraction

উদাহরণ : গাছের একাংশ পুকুরে পড়েছে



বিশেষ্য {বস্তুবাচক, সাধারণ, প্রাণিবাচক, অংশবাচক}
উর্ধ্বক্রমবাচকতা { | দেহাংশ | প্রাকৃতিক-অংশ | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অংশ, অঞ্চলাংশ, একাংশ, একপার্শ্ব।
১.১ কোন বৃহৎ অবস্থানের অংশ। যেমন- প্রতিবছর বন্যায় দেশের একাংশ প্লাবিত হয়) ইংরেজি : region
১.২. নির্দিষ্ট ধারণাবাচক অংশ হিসাবে :
একাংশ, একপার্শ্ব (মাঠের একাংশে রৌদ্র, অপর অংশে ছায়া ছিল) ইংরেজি : region, part
১.৩ শরীরের অংশ হিসাবে- পক্ষাঘাতে তার শরীরের একাংশ অচল হয়ে গিয়েছে
ইংরেজি :
part

 

   

.

বিশেষ্য {| সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}

 

যা ভাগ করা যায় এমন দৃশ্যমান দ্রব্যের ভাগ অর্থে-
 


একাকার [এ.কা.কার্] [e.ka.kar]

একাকিনী [এ.কা.কি.নি] [e.ka.ki.ni]

একাকী [এ.কা.কি] [e.ka.ki]

একাক্রমে [এ.কাক্.ক্রো.মে] [e.kak.kro.me]

একাক্ষ [এ.কাক্.খো] [e.kak.kHo]

একাক্ষর [এ.কাক্.খোর্] [e.kak.kHor]

একাগ্র [এ.কাগ্.গ্রো] [e.kag.gro]

একাগ্রচিত্ত [এ.কাগ্.গ্রো.চিত্.তো] [e.kag.gro.cit5.t5o]

একাগ্রচিত্ততা [এ.কাগ্.গ্রো.চিত্.তো.তা] [e.kag.gro.cit5.t5o.t5a]

একাগ্রতা [এ.কাগ্.গ্রো.তা] [e.kag.gro.t5a]

একাগ্র্য [এ.কাগ্.গ্রো] [e.kag.gro]

একাঘ্নী [এ.কাঘ্.নি] [e.kagH.ni]
এক-আ-হন (বধ করা) +টক + ঈপ্
পৌরাণিক অস্ত্র বিশেষ
ইন্দ্রকে তুষ্ট করে কর্ণ এই অস্ত্র লাভ করেছিলেন কর্ণ অর্জুনকে হত্যা করার জন্য এই অস্ত্র  সংরক্ষণ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের ১৪তম দিনে ঘটোত্কচের পরাক্রম সহ্য করতে না পেরে, কর্ণ ঘটোত্কচের প্রতি এই অস্ত্র প্রয়োগ করেছিলেন এবং এই অস্ত্রের আঘাতেই ঘটোত্কচের মৃত্যু ঘটে

একাঙ্গ [এ.কাঙ্.গো] [e.kaN.go]


একাঙ্ক [এ.কাঙ্.কো] [e.kaN.ko]


একাঙ্কিক [এ.কাঙ্.কিক্] [e.kaN.kik]
সংস্কৃত একাঙ্কিক>বাংলা একাঙ্কিক।
এক অঙ্ক যাহার/বহুব্রীহি সমাস।
বিশেষণ{নাম-বিশেষণ, গুণবাচক} 
একটি অঙ্ক রয়েছে এমন, এক অঙ্কধর্মী। ইংরেজি 
unary numeral
 

 

একাঙ্কিক পদ্ধতি : Unary numeral system

 

গণন পদ্ধতি বিশেষ। এই পদ্ধতিতে গণনার জন্য একটি মাত্র চিহ্ন ব্যবহার করা হয়। প্রাচীনকালের মানুষ এই পদ্ধতিতে গাণিতিক হিসাব রাখতো। এটি অত্যন্ত সরল। এক্ষেত্রে প্রতিটি অংকের জন্য একটি করে চিহ্ন যুক্ত করা হয়। যেমন-

                    ১ = |     ২= | |    ৩= | | |   ৪ = | | | |

এই পদ্ধতিতে কোন শূন্যচিহ্ন নেই। ফলে ১ থেকে ১ বিয়োগ করার পর ফলাফলের জায়গা ফাঁকা রাখা হয়। ধারণা করা হয়, এই ফাঁকা জায়গাকে চিহ্ন দিয়ে পূরণ করার সূত্রে শূন্যের আবির্ভাব এবং সেই সূত্রে দশমিক পদ্ধতির উদ্ভব।

খুব অল্প সংখ্যা হিসাবের জন্য এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী। সেই কারণে পরিসংখ্যানে টালি- কর্মে, খেলার ফলাফল লিখায় এই পদ্ধতি ব্যবহৃত হয়। কিন্তু ১০০০০, ১৮২৯৩৮৪ এর মতো সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে এটি অত্যন্ত জটিল পদ্ধতিতে পরিণত হয়।



 

একাট্টা [এ.কাট্.টা] [e.kaÿ.ÿa]

একাডেমী [এ্যা.কা.ডে.মি] [Q.ka.d5e.mi]

একাত্তর [এ.কাত্.তর্] [e.kat5.tor]

একাত্ম [এ.কাত্.তোঁ] [e.kat5.t5o)]

একাত্মতা [এ.কাত্.তোঁ.তা] [e.kat5.t5o).t5a]

একাত্মবাদ [এ.কাত্.তোঁ.বাদ্] [e.kat5.t5o).bad5]

একাত্মবাদিনী [এ.কাত্.তোঁ.বা.দি.নি] [e.kat5.t5o).ba.d5i.ni]

একাত্মবাদী [এ.কাত্.তোঁ.বা.দি] [e.kat5.t5o).ba.d5i]

একাত্মা [এ.কাত্.তাঁ] [e.kat5.t5a)]