অংশগত
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+অ+গ্+অ+ত্+অ

উচ্চারণ: ɔŋ.ʃo.gɔ.t̪o (অঙ্‌.শো..তো)

শব্দ-উৎস: সংস্কৃত অংশগত>বাংলা অংশগত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ : বিশেষণ
অর্থ: যা কোনো বিষয়ের
অংশ-সম্বন্ধীয়
উদাহরণ: অংশগত ত্রুটির কারণে সম্পত্তি নিয়ে মামলা করতে হলো।
ইংরেজি: relating to a share or portion


সূত্র :