অংশত
বানান বিশ্লেষণ:অ+ং+শ্+অ+ত্+অ
উচ্চারণ:
ɔŋ.ʃo.t̪o
(অঙ্.শো.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত অংশতঃ>
বাংলা
অংশত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ
+
তঃ ত (তসি)
= অংশতঃ>অংশত
পদ:
ক্রিয়া-বিশেষণ
অর্থ: কোনো কিছু অংশ বা পরিমাণ হিসেবে বিদ্যমান দশা।
সমার্থক শব্দাবলি: অংশক্রমে,
অংশত,
কিয়দংশে
উদাহরণ: এই কাজে তিনি অংশত দায়ী।
ইংরেজি:
in part, partly
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।