অংশ
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+অ+ক্+র্+অ+ম্+অ
উচ্চারণ:
ɔŋ.ʃo.kro.mo (অঙ্‌.শো.ক্রো.মো)

শব্দ-উৎস: সংস্কৃত অংশক্রম>বাংলা অংশক্রম।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংশ {অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য} +ক্রম {√ক্রম্ (গমন করা) + অ (ঘঞ্)}
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা | পরম্পরা | ক্রমবিন্যাস | সজ্জা-ধরণ |  দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত  | সত্তা |}
অর্থ: ো সেটের অংশসমূহের ক্রমবিন্যাসের ক্রম। 
সমার্থক শব্দাবলি: অংশক্রম।