ক্রমবিন্যাস
কোনো দলের সদস্যের প্রকৃতি অনুসারে তুলনামূলক বিচার দ্বারা যে সজ্জা সম্পন্ন করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { ক্রমবিন্যাস | ুবিন্যস্তকরণ |  দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত  | সত্তা |}
ইংরেজি : ordering, order, ordination

ব্যাখ্যা: একই জাতীয় সত্তা তৈরি হয় দল। দলের সদস্যসমূহকে নানাভাবে সাজানো যায়। এর ফলে প্রতিটি একটি বিশেষ প্রকৃতি হিসেবে আলাদাভাবে চিহ্নিত করা যায়। এই সূত্রে তৈরি হয় ক্রমবিন্যাস। ক্রমবিন্যাস নানা ধরণের হতে পারে। যেমন-