অংশ
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+অ+ক্+অ+ম্+এ
উচ্চারণ:
ɔŋ.ʃo.kro.me (অঙ্‌.শো.ক্রো.মে)

শব্দ-উৎস: সংস্কৃত>বাংলা  অংশক্রম+এ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংশ {অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য} +ক্রম্ (গমন করা) + অ (ঘঞ্)= অংশক্রম+এ
পদ: বিশেষণ
অর্থ: ি অংশ বা পরিমাণ হিসেবে বিদ্যমান দশা। 

সমার্থক শব্দাবলি: অংশক্রমে, অংশত, আংশিকভাবে, কিয়দংশে
, খানিকটা
উদাহরণ
: এই কাজে তিনি অংশক্রমে দায়ী।
ইংরেজি:
in part, partly


সূত্র :