তঃ (তসি, তসিল)
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয় শব্দের সাথে যুক্ত হয়ে অনুক্রমে, ভাবে ইত্যাদি ভাব প্রকশ করে। সংস্কৃতিতে এই জাতীয় শব্দের শেষে বিসর্গ যুক্ত হয়। বাংলাতে বিসর্গ লোপ পায়। যেমন

অংশ (অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য) +তঃ (তসি))=অংশতঃ>অংশত

 

এরূপ: ফলতঃ>ফলত, বস্তুতঃ>বস্তুত, মূখ্যতঃ>মুখ্যত।


সূত্র :