অংশন
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ+ন্+অ
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ+ত্+ত্+অ
উচ্চারণ:
ɔŋ.ʃon (অঙ্‌.শোন্ )
শব্দ-উৎস: সংস্কৃত অংশনম্> বাংলা অংশন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
১. অংশ্ (ভাগ করা) + অন্ (ল্যুট) ভাববাচ্য }
পদ
: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { পৃথকীকরণ | অখণ্ড পরিবর্তন | পরিবর্তন | ক্রিয়া | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: কোনো অখণ্ড বিষয়কে স্বত্তাধিকার অনুসারে বা বিধি মোতাবেক পৃথকীকরণের কার্যক্রম বা ভাগ নির্দেশকরণ।
সমার্থক শব্দাবলি: অংশন, অংশা-অংশী, অংশাংশিকরণ, অংশীকরণ, খণ্ড খণ্ড করণ, পৃথক্-করণ, পৃথকীকরণ, বণ্টন, বাঁটন, বিভক্তি, বিভাগকরণ, বিভাজন ভাগকরণ
ইংরেজি:
division, partition, partitioning, segmentation, sectionalization, sectionalisation

অংশ্ (ভাগ করা) + অন্ (ল্যুট) কর্মবাচ্য
পদ বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {অবতার | দেবাংশ | হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা }
অর্থ:
হিন্দু ধর্মমতে, যিনি কোনো দেবতার অংশ হিসাবে মানুষ বা অন্য কোনো সত্তারূপে জন্মগ্রহণ করেন।

সমার্থক শব্দাবলি:
অংশ, অংশন, অবতার
উদাহরণ: তুমি নরাধিপ হও বিষ্ণু অংশন/শ্রীচৈতন্যচরিতামৃত) ।
ইংরেজি:
a n incarnation; an incarnation, an avatar; a personation

সূত্র :