পৃথকীকরণ
বানান বিশ্লেষণ : প্+ঋ+থ্+অ+ক্++ঈ+ক্+অ+র্+অ+ণ্+অ
উচ্চারণ:
pri.ʰo.ki.kɔ.ron (পৃ.থো.কি.ক.রোন্)

শব্দ-উৎস: সংস্কৃত পৃথকীকরণ>বাংলা পৃথকীকরণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পৃথক {পৃথ্ (ক্ষেপণ করা) +অক (ণ্বুল), কর্মবাচ্য} +   {কৃ (করা) +অন্ (ল্যুট),  ভাববাচ্য}
পৃথক শব্দের সাথে করণ শব্দ যুক্ত হওয়ার কারণে শব্দটি পৃথকীকরণ হয়।

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৃথকীকরণ | অংখণ্ড পরিবর্তন | পরিবর্তন | ক্রিয়া | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ : কোনো অখণ্ড বিষয়কে স্বত্তাধিকার অনুসারে বা বিধি মোতাবেক পৃথকীকরণের কার্যক্রম।
সমার্থক শব্দ:  অংশন, অংশাংশিকরণ, অংশীকরণ, খণ্ড খণ্ড করণ, পৃথক-কৃত, পৃথকীকরণ, পৃথকীকৃত, বণ্টন, বিভক্তি, বিভাগকরণ, বিভাজন, ভাগকরণ।  
ইংরেজি : division, partition, partitioning, segmentation, sectionalization, sectionalisation