অংশীকরণ
বানান বিশ্লেষণ :
অ+ং+শ্+ঈ+ক্+অ+র্+অ+ণ্+অ।
উচ্চারণ:
[ওঙ্.শি.ক.রোন্]
[oŋ.ʃi.kɔ.ron]
শব্দ-উৎস:
সংস্কৃত
অংশীকরণ>বাংলা
অংশীকরণ।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
অংশী {√অংশ্ (ভাগ করা) +ইন্ (ণিনি)=অংশিন্>অংশী} +করণ {√কৃ (করা) +অন্ (ল্যুট), ভাববাচ্য}
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ পৃথকীকরণ |
অখণ্ড
পরিবর্তন |
পরিবর্তন |
ক্রিয়া |
মনুষ্য কার্যকলাপ |
বিশেষ ঘটনা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
অর্থ: কোনো অখণ্ড বিষয়কে
স্বত্তাধিকার অনুসারে বা বিধি মোতাবেক পৃথকীকরণের কার্যক্রম।
সমার্থক শব্দাবলি:
অংশন,
অংশাংশিকরণ,
অংশীকরণ,
খণ্ড খণ্ড করণ,
পৃথক্-করণ,
পৃথকীকরণ,
বণ্টন,
বাঁটন,
বিভক্তি,
বিভাগকরণ,
বিভাজন,
ভাগকরণ।
ইংরেজি:
division, partition, partitioning, segmentation, sectionalization,
sectionalisation ।