অবতার
বানান বিশ্লেষণ : অ+ব্+অ+ত্+আ+র্+অ।
উচ্চারণ:
ɔ.bo.t̪ar (অবতার)
শব্দ-উৎস:
সংস্কৃত  অবতার> বাংলা অবতার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অব (নিম্ন )- {√ তৄ(গমন করা) + অ (ঘঞ্), ভাববাচ্য}
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { অবতার | হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দেবতা  | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ : হিন্দু ধর্মমতে, হিন্দু ধর্মমতে সৃষ্টির কল্যাণের জন্য বিষ্ণু বিভিন্ন সময়ে মানুষ বা অন্য কোনো মূর্তিতে আবির্ভূত হয়েছিলন। দেবতার অংশ হিসেবে আবির্ভূত সত্তাকে অবতার বলা হয়। এর ভিতরে ৯টি অবতার ইতিমধ্যে আবির্ভূত হয়েছিলেন। দশম অবতার কলিযুগের শেষে আবির্ভূত হবেন। নিচের যুগভেদে অবতারদের তালিকা দেওয়া হলো। সমার্থক শব্দাবলি : অংশ, অংশন, অবতার
ইংরেজি
incarnation; an incarnation, an avatar; a personation