সংশ্রব
আগ্রহ এবং সম্পৃক্ততা নিয়ে কোনো বিষয়ের সাথে যুক্ত থাকা। যেমন সংসার কিভাবে চলবে, তা গৃহস্বামীর বিষয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { |
সংশ্রব | আগ্রহ | ঔৎসুক্য | সুপ্রজ্ঞা দশা | মনোগত দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: concern

ব্যাখ্যা:  কোনো বিষয় সম্পর্কে আগ্রহ থেকে জন্ম নেয়, ওই বিষয়ের সাথে যুক্ত হওয়ার স্পৃহা। এই যুক্ত হওয়াটাই হলো সংশ্রব। পরিবারের কেউ যখন কেউ বলেন, 'সংসার কিভাবে চলবে, তা গৃহস্বামীর বিষয়', তখন সংসারের সাথে গৃহস্বামীর সংশ্রবের কথাই বলেন। এক্ষেত্রে সংশ্রব হতে পারে অখণ্ড কোনো সত্তার সাথে বা অখণ্ড কোনো সত্তার অংশের সাথে। কোনো ব্যক্তি যদি তাঁর সর্বাংশ দিয়ে দেশেকে সেবা করতে চান, তাহলে সেটা হবে তাঁর সামগ্রিক সংশ্রব।