আগ্রহ
ঔৎসুক্যের কারণে কোনো বিষয়ের সম্পৃক্ত হওয়ার দশা
ঊর্ধ্বক্রমবাচকতা {
 | আগ্রহ | ঔৎসুক্য | সুপ্রজ্ঞা দশা | মনোগত দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: interest, involvement

ব্যাখ্যা: সুপ্রজ্ঞার ঔৎসুক্যের সূত্রে জন্ম নেয় আগ্রহের। কোনো বিষয় সম্পর্কে জানার ঔৎসুক্যের সূত্রে, মানুষ প্রত্যক্ষভাবে ওই বিশেষের সাথে জড়িয়ে পড়ে। মনের এই দশাই হলো আগ্রহ। আগ্রহ সৃষ্টি হয় কোনো বিষয়ের সামগ্রিক রূপের বিচারে। এই সামগ্রিকরূপের ভিতরে থাকে ছোটো ছোটো অংশ। কেউ পুরো বিষয়ের প্রতি আগ্রহী হতে পারে বা এর কোনো ক্ষুদ্র অংশের বিষয়ে আগ্রহী হতে পারে। এইভাবে সম্পৃক্ত হওয়াটাকে বলা হয় সংশ্রব।