ঔৎসুক্য
কোনো কিছু সম্পর্কে জানার স্পৃহা।
ঊর্ধ্বক্রমবাচকতা { ঔৎসুক্য | সুপ্রজ্ঞা দশা | মনোগত দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: curiosity, wonder

ব্যাখ্যা: সুপ্রজ্ঞা দশায় মানুষের মনে জন্ম নেয় জানার ইচ্ছা। এই ইচ্ছা হলো সুপ্রজ্ঞার ঔৎসুক্য। কোনো বিষয় সম্পর্কে জানার ঔৎসুক্যের সূত্রে, মানুষ প্রত্যক্ষভাবে ওই বিশেষের সাথে জড়িয়ে পড়ে। এর ফলে জন্ম নেয় আগ্রহ এবং সমপৃক্ততা।