অভিনয়
নাটকের কোন চরিত্রের রূপদান করা
ঊর্ধ্বক্রমবাচকতা {| অভিনয় | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ |  বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: acting, playing, playacting, performing

ব্যাখ্যা: ইংরেজি 'acting, playing, playacting, performing' শব্দকে অনেক সময় 'উপস্থাপনযোগ্য-কলা' হিসেবে ব্যবহার করা হয়। তাই একে উপস্থাপনযোগ্য কলার অংশ হিসেবে 'অভিনয়-কলা' হিসেবে রাখা হলো। অভিনয়ের অন্যতম বিষয় হলো- কোনো বিশেষ চরিত্রকে দর্শকের সামনে যথাযথভাবে উপস্থাপন করা।