নির্দিষ্ট কার্যকলাপ
মানুষের সুনির্দিষ্ট আচরণগত কার্যকলাপ।
ঊর্ধ্বক্রমবাচকতা {নির্দিষ্ট কার্যকলাপ। মনুষ্য কার্যকলাপ | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
ইংরেজি:
activity

ব্যাখ্যা:
সাধারণভাবে যখন মানুষ লক্ষ্যহীনভাবে আলাপ আলোচনা ইত্যদির ভিতর দিয় সময় অতিবাহিত করে, তখন তা হয়ে যায় নিতান্তই মামুলি কাজ। কিন্তু মানুষ যখন কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে লক্ষ্যপূরণের উদ্দেশ্য কাজ করে, তখন তা নির্দিষ্ট কার্যকলাপে পরিণত হয়।। যেমন