নির্দিষ্ট কার্যকলাপ
মানুষের সুনির্দিষ্ট আচরণগত কার্যকলাপ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{নির্দিষ্ট কার্যকলাপ।
মনুষ্য কার্যকলাপ |
ঘটনা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |}
ইংরেজি:
activity
ব্যাখ্যা: সাধারণভাবে
যখন মানুষ লক্ষ্যহীনভাবে আলাপ আলোচনা ইত্যদির ভিতর দিয় সময় অতিবাহিত করে,
তখন তা হয়ে যায় নিতান্তই মামুলি কাজ। কিন্তু মানুষ যখন কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত
হয়ে লক্ষ্যপূরণের উদ্দেশ্য কাজ করে, তখন তা নির্দিষ্ট কার্যকলাপে পরিণত হয়।। যেমন
gesture)
: ভাবনা বা অনুভবকে উদ্ভাসিত করার জন্য বা তা নিবেদনের জন্য-
অঙ্গের সঞ্চলানের মধ্য প্রকাশিত ভঙ্গিমা।
অনুসন্ধান (search, hunt, hunting)
: কোনো বিষয় বা বস্তুর সন্ধানের জন্য
বিধি মোতাবেক কার্যক্রম
অভিনয়
(acting, playing, playacting, performing)
: নাটকের কোন চরিত্রের রূপদান করা।
কাজ
(work):
সরাসরি কোনো কিছু তৈরি করা বা কোনো পরিবর্তন আনা।
ক্রিয়ানুষ্ঠান
( ceremony
): কোন
সুনির্দিষ্ট বিষয় উপলক্ষে আয়োজিত এবং করণীয় অনুষ্ঠান।
পরিবর্তনশীল কর্ম
(change):
কোনো কিছু পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম।
বিনোদন
(diversion, recreation):
মানুষের সুনির্দিষ্ট আচরণগত
এমন কার্যকলাপ, যার দ্বারা চিত্তের স্বাভাবিক দশায় আনন্দ বা উত্তেজনার সঞ্চার করে ।
মনোনিবেশ
( placement, location, locating, position, positioning, emplacement)
:
সুনির্দিষ্ট কোনো অবস্থায় কোনো বিশেষ বিষয়ে মন-স্থাপন করা।
মন্দকর্ম
(
wrongdoing, wrongful conduct, misconduct, actus reus
):
নৈতিক বা সামাজিক রীতি বিরুদ্ধ কর্ম
সঙ্গীত
(music
):
সুমধুর ধ্বনির নান্দনিক উপস্থাপনায় সৃষ্ট শৈল্পিক রূপ।
গীত, বাদ্য ও নৃত্যের সমন্বিত কার্যক্রমকে বলা হয় সঙ্গীত।
সৃজনী কার্যকলাপ
(creation, creative activity):
মানুষ সৃজন করে এমন কাজ।