কাজ
সরাসরি কোনো কিছু তৈরি করা বা কোনো পরিবর্তন আনা।
ঊর্ধ্বক্রমবাচকতা { নির্দিষ্ট কার্যকলাপমনুষ্য কার্যকলাপ | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
ইংরেজি:
work

ব্যাখ্যা:
কর্মময় জীবনে মানুষ কার্যকলাপের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করে। এই কার্যকলাপের ভিতরে যখন ফল লাভ হয়, তখন তাকে কাজ বলা হয়। যেমন কেউ একটি ছবি তৈরি করার চেষ্টা করছে। যদি সে সফল হয় তাহলে ওই কার্যকলাপকে কাজ বলা হবে। অসফল হলে কাজ হবে না। অসফল কাজকে তাই বলা হয় অকাজ। কোনো ব্যক্তি সারাদিন ধরে ঠেলাঠেলি করে একটি কাঠের গুঁড়ি সরানোর চেষ্টা করে যদি সফল না হয়, তাহলে তা কাজ হবে না। কাজ ও অকাজকে সুনির্দিষ্ট ভাবে বিবেচনা করলে, কাজ হয়ে উঠবে খাটুনি।