বিনোদন
মানুষের সুনির্দিষ্ট আচরণগত এমন কার্যকলাপ, যার দ্বারা চিত্তের স্বাভাবিক দশায় আনন্দ বা উত্তেজনার সঞ্চার করে ।
ঊর্ধ্বক্রমবাচকতা {বিনোদন | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
ইংরেজি:
diversion, recreation

ব্যাখ্যা:
মানুষ চিত্ত বিনোদনের জন্য নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করে বা দ্শক-শ্রোতা হিসেবে উপভোগ করে। যেমন-