ক্রীড়া
প্রতিযোগিতায় যে খেলায় দৈহিকভাবে অংশগ্রহণ করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {ক্রীড়া। বিনোদন | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
ইংরেজি:
sport, athletics

ব্যাখ্যা:
সশরীরে অংশগ্রহণপূর্বক খেলাকে ক্রীড়া বলা হয়। তবে এর ভিতরে কিছু খেলায় দৈহিক শক্তি প্রবলভাবে ব্যবহার করা হয় না। যেমন ক্যারাম, লুডো, বন্দুকের খেলা ইত্যাদি। কিন্তু খেলা রয়েছে, যেগুলোতে দৈহিক শক্তি প্রবলভাবে ব্যবহার করা হয়। যেমন, দৌড়, কুস্তি, ফুটবল, ক্রিকেট ইত্যাদি।