সঙ্গীত
সুমধুর ধ্বনির নান্দনিক উপস্থাপনায় সৃষ্ট শৈল্পিক রূপ। গীত, বাদ্য ও নৃত্যের সমন্বিত কার্যক্রমকে বলা হয় সঙ্গীত।
ঊর্ধ্বক্রমবাচকতা {| সঙ্গীত | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ |  বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: music

 

ব্যাখ্যা:  গীত, বাদ্য ও নৃত্যের সমন্বিত কার্যক্রমকে সঙ্গীত বিচারে সঙ্গীতকে বিচার করা হয়। এই বিচারে সঙ্গীতের প্রাথমিক বিভাজনও হয় এই তিনটি সূত্রে। এছাড়াও সঙ্গীতশাস্ত্রের কার্যক্রমকে নানাভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন-