অংশমান
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+অ+ম্+আ+ন্+অ।
উচ্চারণ:
ɔŋo.man (অঙ্‌.শো.মান্)

শব্দ-উৎস: সংস্কৃত অংশমান>বাংলা অংশমান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ : বিশেষণ
অর্থ:
যা বণ্টিত হচ্ছে বা ভাগ করে নেওয়া হচ্ছে এরূপ মান।
সমার্থক শব্দাবলি: অংশমান, অংশ্যমান, বিভাজ্যমান


সূত্র :