অংশ্যমান
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+য্+অ+ম্+আ+ন্+অ।
উচ্চারণ:
oŋʃ.ʃo.man (
ঙ্‌‌শ্.শো.মান্)

ঙ্‌‌শ্.শো.মান্ [শ-এর সাথে য-ফলা থাকায়, পূর্বের অ ধ্বনি ও হবে এবং শ্য বিভাজিত হয়ে শ্.শো ধ্বনি উৎপন্ন করবে। আদ্য ও ধ্বনির সাথে ঙ্‌শ্ যুক্ত হয়ে ওঙ্‌শ্ ধ্বনি তৈরি করবে। অবশিষ্ট শো ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। শেষের মান্ ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]
শ= শো [অন্তিম শ ধ্বনি শো ধ্বনি উৎপন্ন করে]

শব্দ-উৎস: সংস্কৃত अंश्यमान (অংশ্যমান)>বাংলা অংশ্যমান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংশ্ (ভাগ করা) +মান (শানচ্), কর্মবাচ্য}
পদ: বিশেষণ
অর্থ:
যাহা ভাগ করা হইতেছে এইরূপ অর্থে অংশ্যমান।
সমার্থক শব্দাবলি:
অংশমান, অংশ্যমান, বিভাজ্যমান


সূত্র :