অংশাবতার
বানান বিশ্লেষণ :
অ+ং+শ্+আ+ব্+অ+ত্+আ+র্।
উচ্চারণ:
ɔŋ.ʃa.bo.t̪ar
(অঙ্.শা.বো.তার্)
শব্দ-উৎস: সংস্কৃত অংশাবতার>বাংলা অংশাবতার।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ {√অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য} + অবতার {অব (নিম্ন )-{√তৄ (গমন করা)+অ (ঘঞ্), ভাববাচ্য}।
অংশ+অবতার [সংস্কৃত স্বরসন্ধি] ।
অংশের অবতার/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {অবতার
| দেবাংশ
|
হিন্দু দেবতা |
হিন্দু
দৈবসত্তা |
দৈবসত্তা |
অতিপ্রাকৃতিক সত্তা |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
বিশ্বাস |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ:
হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
দুষ্টের দমনের জন্য বা জগতের কল্যাণের জন্য কোন দেবতা কখনো কখনো মানুষ বা অন্য
কোন প্রাণীরূপে জন্মগ্রহণ করতেন।
অংশাবতার কখনো কখনো দেবতার অংশে (বীর্যে) মানবীর গর্ভে জন্ম গ্রহণ করেছেন।
কিম্বা অন্যের ঔরসে অথচ কোনো দেবতার অংশ রূপে জন্মে গ্রহণ করে- অবতাররূপে
আত্মপ্রকাশ করেন।
এই কারণে অংশাবতারকে বলা হয়- ঈশ্বরের আংশিক অবতার।
ইংরেজি:
demi-god, partial incarnation (of a god.)
সূত্র :